Lorem ipsum is placeholder text commonly used in the graphic

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সারোয়ার্দী, শেরেবাংলা ভাসানীর শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি, তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *